বাংলাদেশ হজ্জ উমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার
(১৬ মার্চ) নগরীর টমছমব্রীজের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল
হয়। এতে প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ হজ্জ উমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশনের
মহাসচিব মাও. এমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান
মাওলানা মো.রেজোয়ানুল করিম, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের প্রফেসর মোরশেদ আলম,
ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মো. মশিউর রহমান, দিয়াফা এয়ার
ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল জলিল মাদানী।
রায়হান
ট্যুরস এন্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবুল হাশেমের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা এমদাদুল হক বলেন, দীর্ঘ বছর
বিমানের টিকেট যেই সিন্ডিকেটের কবলে ছিলো সেই সিন্ডিকেট আমরা ভাঙতে পেরেছি।
ইনশাল্লাহ সারা বাংলাদেশের যত মুয়াল্লিম আছে সকল মুয়াল্লিমদের পাশে
দাঁড়ানোর জন্যই বাংলাদেশ হজ্জ ও ওমরা মুয়াল্লিম ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে।
আমরা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে আর এই টিকেট সিন্ডিকেট দেখতে
চাই না। আজকে এই সিন্ডিকেটের কারণে হজ্জ ও উমরাহ মুয়াল্লিমরা নানা বিপদে
পড়ছে। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিনের সঞ্চালনায় তিনি
আরও বলেন, আমরা হজ্জের এই কাজটি করছি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন
মুয়াল্লিম তার হাজীদের জন্য কি পরিমাণ কষ্ট করে যারা এজেন্সির মালিক রয়েছেন
তারা বুঝেন না। এরপরও যারা হাজী তারা প্যাকেজের নির্ধারিত মূল্যের চেয়েও
কম দেয়ার চেষ্টা করে। এই কমের কারণে প্রত্যেকটা মুয়াল্লিম ঋণের বোঝা বইছে।
আমরা এই ঋণে আর থাকতে চাই না। আগামীতে এই ফাউন্ডেশন বাংলাদেশের সকল
মুয়াল্লিমদের সুখে-দুখে পাশে থাকবে।