রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে নিজ কর্মস্থলে অবরুদ্ধ
করে ছাত্র-জনতা। ৮ ঘন্টা পর উদ্ধার করে সেনা বাহিনী।
রবিবার (১৬ মার্চ)
সকাল ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থলে আসলে তাকে
অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। তাদের সঙ্গে এসে যোগ দেয়
স্থানীয় ছাত্র-জনতা। প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিকাল সাড়ে ৮টায় সেনা
বাহিনী তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়।
শাহবাগ থানা ছাত্রদলের ২১নং
ওয়ার্ডের সদস্য সচিব মেহেদী হাসান জানান- আমি সকালে মেডিকেল বিশ^বিদ্যালয়ের
সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি হাসপাতালের এফ ব্লকের সামনে ২জন পুরুষ
তাকে টানা-হেঁচরা করছে। যখন জানতে পারি তিনি সাবেক আওয়ামী লীগ এমপি প্রাণ
গোপাল দত্তের মেয়ে এবং যারা আটক করেছেন তাদের মধ্যে একজন প্রাণ গোপাল দত্ত ও
তার মেয়ে অনিন্দিতা দত্তের বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি মামলার বাদী।
তখন আমি আমার ছাত্র-জনতাদের খবর দেই। পরে ডা. অনিন্দিতা দত্ত এফ ব্লকের
ক্যান্সার ইউনিটের ৪র্থ তলায় অবরুদ্ধ থাকেন।
ডা. অনিন্দিতা দত্ত
বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় (সাবেক শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যাল) এর
রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার
পিতা একই মেডিকেল বিশ^বিদ্যালয়ের দুইবারের সাবেক উপাচার্য ছিলেন এবং
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য।
বাংলাদেশ মেডিকেল
বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, ‘প্রাণ গোপাল দত্ত
স্যারের মেয়ে এখানে চাকুরী করেন। তাকে এখানে আটক করা হয়েছে। কারা কারা যেন
মিডিয়াও নিয়ে এসেছে। আমরাও উনার সঙ্গে বন্দি হয়ে থাকি। কিন্তু কারা কি
কারণে তাকে আটক করেছে তা জানতে পারিনি।
জানা যায়, ৫ আগস্টের পর
চান্দিনার মহিচাইল গ্রামের সুনীল চন্দ্র কর এর ছেলে সজল কুমার কর কুমিল্লার
চীফ জুডিশিয়াল আদালতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও তার মেয়ে অনিন্দিতা
দত্তকে আসামী করে মামলা করেন। ওই মামলার বাদী নিজেই লোকজন নিয়ে তাকে আটক
করেন। এদিকে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও সেনা সদস্যের একটি টিম ঘটনাস্থলে
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং বিকাল সাড়ে ৩টায় তাকে উদ্ধার করে
বাসায় পাঠিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড
ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, সেগুনবাগিচা থেকে
সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে
সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে (ডা.
অনিন্দিতাকে) পাঠিয়ে দেওয়া হয়। তিনি বাসায় চলে গেছেন।
শাহবাগ থানার
অফিসার ইন-চার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে
উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার
বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।