সন্ত্রাস,
চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে রোড
মার্চ ও পথসভা করেছে জাতীয় নাগরিক পাটির কুমিল্লার মুরাদনগর উপজেলার
বাঙ্গরা বাজার থানা শাখা। এতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
রবিবার
দুপুর ১২টায় গাড়ীর বহর নিয়ে কয়েক হাজার লোক সলপা, পেন্নই, পিপুরিয়াকান্দা,
সাহেবনগর, শাহগোদা, ভুতাইল, শ্রীকাইল, বলীঘর, মেটংঘর, দৌলতপুর, গাজিরহাট,
পীর কাশিমপুর রোড মার্চ এবং বিভিন্ন বাসস্ট্যান্ড ও বাজারে পথসভা করেন।
পথসভায় আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও মাদকের
বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
রোর্ড
মার্চ ও পথসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, মুখ্য সংগঠক প্রমিজ
রায়, জাতীয় নাগরিক পাটির বাঙ্গরা বাজার থানা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন
খান, সাস্কৃতিক সম্পাদক জুয়েল সরকার ও জেলা কমিটির সদস্য কামাল উদ্দিন
সরকার প্রমুখ।