মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা
মানবিক টিম এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১৪ রমজান রোজ: শনিবার
কুরআন খতম, এতিম হাফেজ ওলামা মাশায়েখ ও বিশিষ্টজনদের সম্মানে, দোয়া ও ইফতার
মাহফিল নগরীর ২৭ নম্বর ওয়ার্ড এর ফুলতলী দিঘীরপাড় দারুত তাক্বওয়া হাফেজিয়া
মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মানবিক টিম এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হান্নান
পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বিন মাওলানা আলহাজ¦
আবদুর রহমান দরবেশ সাহেব। এতে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা
মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা মুফতি মামুন হোসাইন হাবিবী, মুফতি
নূরুউল্লাহ, ক্বারী হাফেজ জাহিদ, লবি মো. লুৎফুর রহমান।
অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহনগর জামায়াত ইসলামী নায়েবে আমির মু. মুসলেহ
উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা মোরশেদ চৌধুরী,
জামায়াত মহানগর সেক্রেটারী মু. মাহবুবুর রহমান, বিএনপি নেতা ওমর ফারুক
চৌধুরী, সদর দক্ষিণ জামায়াত আমির মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রার মু. মোশাররফ হোসাইন, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মমিনুল ইসলাম, চৌয়ারা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মু. শফিকুর আলম
পাটোয়ারী, সুয়াগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন, চৌয়ারা
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গণি শাহআলম, জামায়াত নেতা মু. হোসাইন
ওমর ফারুক, মু ইকবাল মেম্বার, অধ্যাপক সাইফুল হক চৌধুরী, আবুল কালাম
পাটোয়ারী, খাইরুল ইসলাম, আমান ইদ্দিন আমান প্রমুখ বিভিন্ন সামাজিক সংগঠন এর
নেতৃবৃন্দ।