আলমগীর হোসেন, দাউদকান্দি ।।
দাউদকান্দিতে
বেদে সম্পদায়ের এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মোঃ সুমন মিয়া (২৭)
নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা গৌরীপুর
বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার
দেখানো হয়।
আটককৃত মোঃ সুমন মিয়া (২৭) উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
পুলিশ
ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর বাজারস্থ
বঙ্গমার্কেট এলাকার একটি গোডাউনের ভিতর ভিকটিমকে টাকা দেয়ার প্রলোভন
দেখাইয়া নিয়ে যান অভিযুক্ত সুমন। পরে সেখানে তাঁকে জোরপূর্বক
বলাৎকারের চেষ্টা করেন। এসময় ওই শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় সুমন মিয়া কৌশলে পালিয়ে যান।
স্থানীয়রা
বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আমিনুল
ইসলামকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে গৌরীপুর বাজার
থেকে গ্রেফতার করে ।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বেদে
সম্প্রদায়ের শিশু (১০) কে বলাৎকার চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আমরা
দোষী সুমন মিয়াকে গ্রেফতার করি। এই বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে
অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি
মামলা দায়ের প্রস্তুতি চলছে।