বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
কুমিল্লায় হেফাজতের ইফতার মাহফিলে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১:৫৪ এএম আপডেট: ২০.০৩.২০২৫ ২:২৬ এএম |

 মুসলিম দেশগুলোকে  সাহসী ও প্রতিবাদী ভুমিকা  পালন করতে হবে

ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনা।ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ । ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
গতকাল ১৯ মার্চ কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। 
কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বিএনপি কুমিল্লা মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, হেফাজতের সহকারী মহাসচিব ও লক্ষীপুর জেলা সভাপতি মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন, হেফাজত জেলা সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, এবি পার্টির সভাপতি গোলাম সামদানী মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা জামিল আশরাফী, মুফতি মূজ্জাম্মেল, মুফতি শোয়াইব, হাফেজ জসিম, মাওলানা মুতাহের হোসাইন, মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা আবুল বাশার, মাওলানা সুলাইমান, মাওলানা আহসান হাবিব, মাওলানা আমানুল্লাহ মুন্সী, মাওলানা মারুফ বিল্লাহ প্রমূখ।















সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২