বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
কুমিল্লা পলিটেকনিকের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলা
২ ঘণ্টা সড়ক অবরোধ
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৫৬ পিএম |

কুমিল্লা পলিটেকনিকের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলাকুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আবাসিক শিক্ষার্থীদের ওপর বহিরাগত শিক্ষার্থীদের হামলার ঘটনা উঠেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে আবাসিক হোস্টেলের ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২২ মার্চ) কুমিল্লার টমছমব্রিজ-কোটবাড়ি সড়কের ক্যাম্পাসের অংশ অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবরোধের পর ইউএনও ও পুলিশের হস্তক্ষেপে ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।

জানা গেছে, দুইমাস আগে শীতকালীন পিঠা উৎসবকে কেন্দ্র করে আবাসিক হোস্টেলের কয়েকজন শিক্ষার্থীর সাথে বহিরাগত কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। গতরাতে হোস্টেলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে গেলে বহিরাগত শিক্ষার্থীরা তাদের দেখে আবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এসময় বহিরাগতরা হোস্টেলে এসে হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় ৫জন হোস্টেলের শিক্ষার্থী আহত হয়। এঘটনায় জড়িয়ে পড়ে স্থানীয় একটি চক্র। তারাও শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে রাতেই হামলার প্রতিবাদে জড়ো হয় সাদারণ শিক্ষার্থীরা। এই প্রতিবাদে শনিবার ইনস্টিটিউটের হোস্টেল ও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমে আসে।

জানা গেছে, বেলা ১২টার দিকে তারা সড়কে টেবিল রেখে বিক্ষোভ শুরু করে। তারা সড়কে আগুন জেলে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে পড়ে। এসময় দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পাশে সিএনজি-অটোরিকশার দীর্ঘ যানজট লেগে যায়। পরে দুই ঘন্টা বিক্ষোভের পর ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দুইটার কিছু সময় পর সড়ক থেকে সরে আসে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা পলিটেকনিকেল ইনন্সটিটিউটের আবাসিক শিক্ষার্থীদের ওপর বহিরাগত শিক্ষার্থীরা হামলা করেছে শুনেছি। এঘটনায় তারা সড়ক অবরোধ করেছে। আমি ও উপজেলা নির্বাহী অফিসার গিয়ে তাদের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়ে। আমরা বলেছি এঘটনায় কোন অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব। তবে কেউ এখনও অভিযোগ দেয়নি।

কুমিল্লা পলিটেকনিকেল ইনন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, আমাদের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এটা পূর্বের সমস্যা নিয়ে হয়েছে। এখানে স্থানীয়রাও ছিল। ভিডিও আছে। আমরা ভিডিও দেখে হোস্টেল সুপারকে মামলার জন্য আদেশ দিয়েছি। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছি। এঘটনায় ব্যবস্থা নেয়া হবে। আমি বিষয়টি পুলিশ, প্রশাসন ও আমাদের ডিজিকেও জানিয়েছি।












সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২