আলমগীর হোসেন, দাউদকান্দি ।।
দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ও চান্দিনা অংশে দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
রবিবার সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ এবং কটুম্বপুর এলাকায় পৃথক দুটি দূর্ঘটনায় এই যানজট সৃষ্টি হয়।
ইলিয়টগঞ্জ
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক জানান, সকালে ঢাকাগামী একটি
কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে কুটুম্বপুরে
সড়কের ডিভাইডারের উপর একটি মাইক্রোবাস উঠে যায়। এসময় চালকরা এলোপাতাড়ি ও
উল্টো পথে গাড়ি চালিয়ে সৃষ্টি করে যানজট।
দাউদকান্দি হাইওয়ে থানার
অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার জানান, হাইওয়ে পুলিশের তৎপরতায় দূর্ঘটনা
কবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।