আলমগীর হোসেন,দাউদকান্দি ।।
দাউদকান্দিতে
ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪
ডাকাত গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে দাউদকান্দি পৌরসভা কাঠবাজার
সংলগ্ন খাদ্য গুদামের সামনে অস্ত্রশস্ত্র সহ ডাকাতদলকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দাউদকান্দি পৌরসভার সতানন্দি গ্রামের মোঃ নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের
মামুন
মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছরুদ্দিন গ্রামের মজিবুর রহমানের
ছেলে মোঃ রাহিম (১৯) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাসারচর গ্রামের
মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ সাব্বির আহম্মেদ (২৯)।
তাদের কাছ থেকে একটি লোহায় তৈরী কাঠের বাটযুক্ত চাপাতী, দুটি কাঠের বাটযুক্ত ছোরা এবং একটি কাঠের বাটসহ ছোরা উদ্ধার করা হয়।
দাউদকান্দি
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, এঘটনায় একটি মামলা
দায়ের করা হয়েছে। রবিবার আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।