নেশন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের সামনে ফ্রান্স, যাদের ইউরোর সেমি-ফাইনালে হারিয়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল।
লুইস
দে লা ফুয়েন্তের হাত ধরে দুর্বার গতিতে ছুটছে স্পেন। ইউরোপিয়ান
চ্যাম্পিয়নশিপ জয়ের আট মাসের মধ্যে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠে
গেছে তারা। স্পেন কোচ বললেন, আরও সাফল্য পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তার এই
তরুণ দল।
ভালেন্সিয়ায় রোববার শেষ আটের ফিরতি লেগে ৩-৩ ও দুই লেগ মিলিয়ে ৫-৫ ড্রয়ের পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৫-৪ গোলে হারায় স্পেন।
আগামী
৫ জুন স্টুটগার্টে এক লেগের সেমি-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। গত
জুলাইয়ে ইউরোর সেমি-ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে ২-১ গোলে
জয়ের পর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল স্প্যানিশরা।
টানা ১৮ ম্যাচ ধরে অপরাজিত আছে স্পেন। দে লা ফুয়েন্তে বললেন, আরও অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ তারা।
“এই
জাতীয় দলটি খুবই তরুণ, তাদের এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এবং
গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের মনোভাব। তারা তৃপ্ত নয়, তারা
প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে চায়, তারা জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে
চায়।”
নেশন্স লিগের আরেক সেমি-ফাইনালে ৪ জুন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় লড়বে পর্তুগাল ও জার্মানি। এই মাঠেই ফাইনাল হবে ৮ জুন।