কুমিল্লায়
পৃথক দুই অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী, বাজি ও
মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার কুমিল্লা-ভারত সীমান্তের বিবির বাজার ও আমানগন্ডা বিওপি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী সোমবার দুপুরে এক
প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৪
মার্চ ভোরে কুমিল্লা সীমান্তের বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার
পোষ্টের বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে বাংলাদেশের অভ্যন্তরে
পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন স্থান থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয়
বাজি, শাড়ি, বিভিন্ন গার্মেন্টস সামগ্রীসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।
অন্যদিকে, একই দিন
সীমান্তের আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে
বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর কাচিগাং মাঠ নামক স্থানে মালিক বিহীন অবস্থায়
অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন
জব্দ করা হয়। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।
জব্দকৃত এস মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দিবেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।