নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ৬ হাজার ১৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা সদর
উপজেলার আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় মোঃ
হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হেফাজতে
থাকা ৬ হাজার ১৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
মোঃ হোসেন (৩২) কুমিল্লার সদর উপজেলার ধুতিয়া দীঘিরপাড় গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা।
তিনি
জানান, মাদক কারবারি হোসেন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা
থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন
স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়
করে আসছে।