নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ উপহার দিয়েছে বুড়িচং উপজেলা ছাত্রদল । ২৬ মার্চ বুধবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়নের ফকির বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
সারাদেশে আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে । বুড়িচং উপজেলা ছাত্রদল এসএসসি পরীক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন । শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি হার্ডবোর্ড ,এক ডজন কলম ,রাবার ,পেন্সিল ,একটি ফাইল ।
শিক্ষা উপকরণ পেয়ে এসএসসি পরীক্ষার্থী আপন দৈনিক আমার দেশ কে বলেন, "ছাত্রদলের বড় ভাইয়েরা আমাদেরকে নিয়ে ইফতার করে এবং আমাদের কে শিক্ষা উপকরণ উপহার দিয়েছে । ছাত্রদলের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি । "
বাকশিমুল ইউনিয়ন ছাত্রদল নেতা কায়েদ আহমেদ চৌধুরী বলেন," নতুন প্রজন্মকে ছাত্রদলের সম্পৃক্ত করার জন্যই আমাদের এই কর্মসূচি । আমরা তরুণ প্রজন্মকে বলতে চাই, ছাত্রদলে কোন সন্ত্রাস নাই । "
বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া বলেন," বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দীনের নির্দেশনায় বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনিরের সহযোগিতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করছি । বুড়িচং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে । "