আজানের ধ্বনি শুনলেই নামাজের টানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে নিয়মিত মসজিদে চলে যান শারীরিক প্রতিবন্ধী জাবেদ ওমর (১৮)। ঘাঁড় ও পিঠ সোজা হয়নি কখনো। দুই হাত পা বাঁকা। জন্মের পর থেকেই বাকপ্রতিবন্ধী। প্রতিবেদন দেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে ঈদ উপহার নিয়ে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
প্রতিবন্ধী জাবেদ ওমর ওই সময় বাড়িতে ছিলেন না । তিনি দোশারীচোঁ উত্তরপাড়া জামে মসজিদের সামনে যোহরের আজানের অপেক্ষায় বসে ছিলেন । ইউএনও মসজিদের সামনে গিয়ে প্রতিবন্ধীর সাথে দেখা করেন। তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তাকে ঈদ উপহার দেন।
জাবেদ ওমরের পিতা জাফর আহমেদ বলেন, আমি একজন ক্ষুদ্র চা দোকানি। চার সন্তানের মধ্যে সবার বড় জাবেদ ওমর। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আগে হামাগুড়ি দিয়ে চলতো, এখন আস্তে আস্তে হাটতেছে। ইউএনও স্যার ঈদ উপহার নিয়ে আমাদের বাড়িতে এসেছেন। স্যারকে ধন্যবাদ। আশাকরি সরকারি উপহারের খাদ্যে এবার আমাদের ঈদ ভালো কাটবে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, কুমিল্লার কাগজের অনলাইন ও ডিজিটাল সংস্করণের প্রতিবেদন দেখে প্রতিবন্ধী জাবেদ ওমর এর নাম ঠিকানা জানতে পেরেছি। প্রতিবন্ধী হয়েও মসজিদে গিয়ে নিয়মিত জামাতে নামাজ পড়ার খবরে তিনি স্যোসাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার নিয়ে তার বাড়িতে এসেছি। আগামীতে সরকারি সকল সুবিধাই তার কাছে পৌঁছে দিতে চেষ্টা করবো।