বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
তারেক রহমানের হাতে লেখক রাজীব হাসানের বই
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:০৩ পিএম |

কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিজিটাল উদ্যোক্তা, সাংবাদিক ও লেখক রাজীব হাসানের লেখা  "তথ্য প্রযুক্তির অগ্রদুত বেগম খালেদা জিয়া " বইটি, বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের হাতে তুলে দেয়া হয়েছে । অমর একুশে ২০২৫  গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয় ।

 তারেক রহমানের হাতে লেখক রাজীব হাসানের বইবাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিচিতি ঘটে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে, তৎকালীন বিএনপি শাসনামলে। ‘ডিজিটাল বাংলাদেশ’-এর প্রাথমিক ও মূল কাজের ফাউন্ডেশন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আমলেই গড়ে ওঠা। ২০০১ সালে জোট সরকারের আমলে নানান পদক্ষেপ নেওয়া হয় তথ্যপ্রযুক্তির বিকাশে। সেই আমলে নেওয়া অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করা হয় পরবর্তীকালে।

এমন নানা তথ্যের সমাহার নিয়ে বই লিখেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার  রাজীব হাসান। ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’ শিরোনামের বইটিতে খালেদা জিয়ার হাত ধরে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা সূত্রসহ বলা হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এটি রাজীব হাসানের প্রকাশিত তৃতীয় বই। বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন।

কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার  সন্তান রাজীব হাসান বর্তমানে সপরিবার ব্রিটেনে বসবাস করছেন। বইটি সম্পর্কে রাজীব হাসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সূচনা ঘটিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। ইতিহাস থেকে সেসব বাদ দেওয়ার নানা প্রচেষ্টা আমরা দেখেছি। কিন্তু চাইলেই তো ইতিহাস বদলে দেওয়া যায় না। সমুদ্র মন্থনের পর হলেও ইতিহাসের সত্য উঠে আসে। এই বইয়ে সেই ইতিহাসের কিছু বিষয়ের ওপরে আলোকপাত করার চেষ্টা করেছি।’


এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ,  যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান জামান , বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, লেখক ও সাংবাদিক  ড. সালেহ শিবলী  প্রমুখ।












সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২