বুধবার ২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১
বিশ্রাম নিয়ে সিদ্ধান্ত ইয়ামালের ওপর ছেড়ে দিলেন ফ্লিক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ১২:২১ এএম আপডেট: ৩০.০৩.২০২৫ ১:৫৪ এএম |



 বিশ্রাম নিয়ে সিদ্ধান্ত ইয়ামালের ওপর ছেড়ে দিলেন ফ্লিক


ক্লাব কিংবা জাতীয় দল, সব জায়গায় নিয়মিত খেলছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী একজন ফুটবলারের শরীরের জন্য যা খুব কঠিন। ব্যস্ত সূচিতে জিরোনার বিপক্ষে কি বিশ্রাম পাবেন তিনি? বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক যা বললেন, তাতে সেই সম্ভাবনা নেই বললেই চলে।
সবশেষ আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৬ মিনিট খেলেন ইয়ামাল। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ১২০ মিনিটের পুরোটা খেলেন তিনি। এর চার দিন পর গত বৃহস্পতিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে পুরোটা সময় খেলেন তরুণ এই উইঙ্গার।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার ৪৪ ম্যাচের ৩৯টিতেই খেলেছেন ইয়ামাল। বাকি পাঁচটি ম্যাচে তিনি বাইরে ছিলেন চোটের কারণে।
লা লিগায় রোববার ঘরের মাঠে জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে দু-একজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত শনিবার সংবাদ সম্মেলনে দেন ফ্লিক। তবে ইয়ামালের বিশ্রাম প্রসঙ্গে এই বিষয়ে সিদ্ধান্তের ভার খেলোয়াড়ের ওপর ছেড়ে দিলেন তিনি।
“লামিনে খুবই বুদ্ধিমান এবং (ব্যস্ত সূচিতে) কীভাবে সামলাতে হয়, তা সে জানে। (শারীরিকভাবে) সে কেমন বোধ করছে, জানার জন্য তার সঙ্গে আমি কথা বলেছি, সে (খেলার ব্যাপারে) ইতিবাচক।”
“আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, খেলোয়াড়দের তাদের শরীরের প্রতি দায়িত্ব আছে। যদি অন্যরকম কিছু মনে হয়, তাহলে তাদের কথা বলতে হবে। খেলোয়াড়দের তাদের শরীরের প্রতি দায়িত্ব নিতে হবে, বিশেষ করে বার্সার মতো ক্লাবে।”
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।












সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই জুলাইয়ে গণহত্যার বিচার চান কুমিল্লার তিন শহীদ পরিবার
কুমিল্লায় ঘাস নিয়ে নদীতে নিখোঁজ কৃষক, চার ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
মুসল্লিদের ঢল নেমেছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে। স্বস্তির ঈদ জামাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জিলা স্কুলে গ্র্যান্ড ইফতার মাহফিল
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের চতুর্থ পুনর্মিলনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২