রোববার ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১
সৌদি আরবে সড়কে বুড়িচংয়ের যুবক নিহত
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:০৫ পিএম |

সৌদি আরবে সড়কে বুড়িচংয়ের যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোহাম্মাদ ফারুক(৪৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
(৩ এপ্রিল ২০২৫) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ ইমন।
জানা যায়,বুধবার সৌদি আরব সময় রাত সাড়ে ৮ টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক  মারা যায়,সে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর বিজিবি ক্যাম্প সংলগ্নে বাড়ির মৃত শহীদ মিয়ার ছেলে।

ইমন জানান, গত সাত বছর পূর্বে তার ভাই সৌদি আরবে যায়। সর্বশেষ দেড় বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যায় সে। ফারুক সৌদি আরবে গাড়ি চালক হিসেবে পেশায় নিয়োজিত ছিল। বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুফাত ভাই দুলাল ফোন করে জানায় ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক নিহত হন। তিনি আরও জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকার চালিয়ে ফারুক বাসায় যাচ্ছিলেন পথমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে থাকা নিহত ফারুকের নিকটাত্মীয় মোঃ শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন, রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় উঠার সময় মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সকলের বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগল প্রায় অবস্থায় আছে। এদিকে নিহতের মরদেহ দেশে আনার জন্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা তিতাসে রুবেল হত্যার ঘটনায় ৪ জন আটক
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বর্ণিল আয়োজনে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
কুমিল্লার ৩৮পরিবারে ‘বিষাদের ঈদ’
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২