বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২
হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এসেছে ৫৪৪৭ মেট্রিক টন চাল
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১:০৪ এএম |

 হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এসেছে ৫৪৪৭ মেট্রিক টন চাল

সাপ্তাহিক সরকারি ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। প্রথম দিনেই বন্দর দিয়ে ১২৬টি ট্রাকে পাঁচ হাজার ৪৪৭ টন চাল এসেছে। সামনের দিনে চাল আমদানির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর দিয়ে এসব চাল আসে। চাল আমদানির অনুমতির মেয়াদের সময়সীমা শেষের দিকে হওয়ায় সামনের দিনে আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত থানা ৯ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। সরকারের পক্ষ থেকে চাল আমদানির অনুমতির সময়সীমা নির্ধারণ ছিল ৬ এপ্রিল পর্যন্ত। সে হিসাব মোতাবেক আজ চাল আমদানির সময়সীমার শেষ দিন হওয়ায় প্রচুর পরিমাণ চাল আমদানি হয়েছে। তবে আজ খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতির মেয়াদ এর সময়সীমা আরেক দফা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। এতে বাকি যে কয়দিন রয়েছে এই কয়দিন চাল আমদানির পরিমাণ বাড়বে।
তিনি বলেন, দেশের বাজারে আমদানি করা চালের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। দেশের বিভিন্ন মোকাম থেকে পাইকাররা বন্দরে আসছেন চাল কিনতে। বাড়তি চাহিদাকে ঘিরে চাল আমদানির পরিমাণ বাড়বে। বন্দরে আমদানি করা শম্পা কাটারি জাতের চাল ৬৫ থেকে ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। আর স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, দীর্ঘ ৯ দিন বন্ধের পর আজ ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। প্রথম দিনে বন্দর দিয়ে বিপুল পরিমাণ চাল আমদানি হয়েছে। আজ বন্দর দিয়ে সর্বমোট ১৫৭ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ১২৬ ট্রাকে পাঁচ হাজার ৪৪৭ টন চাল আমদানি হয়েছে।












সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে পদ্মা জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন
অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন, আবার আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
ক্রীড়া অঙ্গনের আরেকটি উইকেটের পতন
কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব কৃষকের মুখে হাসি
দে‌বিদ্বা‌রের বিএনপির দুই নেতা‌কে শোকজ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল, শটগান উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২