ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র সফিউল্লাহকে চুরিকাঘাতে হত্যা মামলায় এজহারনামীয়
প্রধান দুই আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন কুমিল্লা মহামান্য আদালত।
গতকাল
৭ এপ্রিল (সোমবার) শিশু আদালত -২ এ-র বিজ্ঞ বিচারক তাদেরকে শুনানি শেষে
জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া সদরের মোঃ
জহিরুল ইসলাম এর ছেলে ঘাতক মশিউর রহমান (হৃদয়) তার ছোট ভাই রিয়াদ।
উল্লেখ
যে, গত বছরের ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা সদরের পশ্চিম
পাড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে সফিউল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা
হয়। সফিউল্লাহ ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ
একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা ডাব বিক্রেতা
এরশাদ মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি
করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে নিহত
শফিউল্লাহ কলেজের বন্ধুরা ও পরিবারের লোকজন বলেন মেধাবী শিক্ষার্থী
সফিউল্লাকে যারা পরিকল্পিত ভাবে নৃশংস হত্যা করে তাদের অতি বিলম্বে ফাঁসির
দাবি জানায়।
এ ব্যাপারে মামলার বাদী নিহত শফিউল্লাহর বাবা এরশাদ মিয়া
বলেন, বিজ্ঞ আদালত প্রধান দুই আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে, আমি আশা করি
প্রশাসন তাদের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করবে।