কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার
রাণীর বাজারে কেএফসি রেস্টুরেন্টে ভাংচুর করেছে উত্তেজিত জনতা। সোমবার
সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে কেএফসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা
পুলিশ সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাংচুর চালানো হয়েছে বলে
জানিয়েছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। তিনি বলেন,
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় ইসরায়েলি পণ্য বয়কটের
ডাক উঠে। এরই জের ধরে রাণীর বাজার এলাকায় কেএফসি রেস্টুরেন্টে বাইরে থেকে
অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে অন্তত ১০জন উত্তেজিত যুবক
রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ভাংচুর চালায়। তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিত হলে
তারা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনার সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা মাগরিবের নামাজ আদায় করছিলেন। এরই সুযোগ নিয়েছে উত্তেজিতরা।
নাম
প্রকাশে অনিচ্ছুক কেএফসি রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, সন্ধ্যা
আনুমানিক সাড়ে ৬টার দিকে বাইরে থেকে রেস্টুরেন্টের কাঁচের দেয়ালে ইট
নিক্ষেপ করে ভাংচুর শুরু হয়। এসময় রেস্টুরেন্টে বেশ কয়েকজন কাস্টমার
খাওয়া-দাওয়া করছিলেন। কাঁচ ভাঙ্গার শব্দে তারা ভয়ে দৌড়ে নেমে যান। পরে
কয়েকজন যুবক ভেতরে ঢুকে চেয়ার ছুঁড়ে ভাংচুর চালায়।
কুমিল্লায় কেএফসি
রেস্টুরেন্ট ভাংচুরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওগুলোতে দেখা যায় বেশ কয়েকজন যুবক ইসরায়েলি পণ্য বয়কটের ডাকের স্লোগান
দিয়ে কেএফসিতে প্রবেশ করে ভাংচুর করছে।
ঘটনার পর কেএফসি রেস্টুরেন্ট পরিদর্শনে যান পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা।