মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য, হিন্দু ধর্মীয়
কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবক শ্যামল কৃষ্ণ সাহা।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, দানবীর মহেশ ভট্টাচার্য সকল সম্প্রদায়ের
মানবের কল্যাণে কাজ করেছেন এবং তিনি মানুষের কল্যাণের লক্ষ্যে ‘মহেশ
চেরিটেবল ট্রাস্ট’এর মতো একটি মানবহিতৈষি প্রতিষ্ঠান তৈরি করেছেন। এ
ট্রাস্টের ট্রাস্টি হিসেবে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য আমি
সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে উদ্দেশ্য নিয়ে এই মহতি প্রতিষ্ঠান
তৈরি করেছেন সেই স্বপ্ন, আদর্শ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা চাই। এ
ট্রাস্টকে কার্যকরী রূপে এগিয়ে নিয়ে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী
দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ আমাদের সকল নেতা-কর্মী
এবং কুমিল্লাবাসীর সকল স্তরের মানুষের সহযোগিতা চাই।
এদিকে, মহেশ
চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিশিষ্ট রাজনীতিবিদ ও
সমাজসেবক শ্যামল কৃষ্ণ সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এম ভট্টাচার্য
অ্যান্ড কোং কুমিল্লার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় এম ভট্টাচার্যের
ম্যানেজার হারাধন চক্রবর্তী, হিসাব রক্ষক রামপ্রসাদ মজুমদার, কমল রায়,
স্বপন দাস, অমল দে, নীল কৃষ্ণ সাহা, মনিন্দ্র পাল, শ্যামাপ্রসাদ বসু,
কৃষ্ণচন্দ্র দে, সমরপদ বর্মন, মনিন্দ্র পাল, হারুনুর রশিদ, রামালা
ছাত্রাবাসের সহ তত্ত্বাবধায়ক কমল চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।