মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২:২৮ এএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৩:০৬ এএম |




  কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি  উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উৎযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্য কালে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন ল বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। 
তিনি বলেন বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে এবার বৈশাখী শোভাযাত্রা নামে একটি র‌্যালি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এছাড়াও টাউনহল মাঠে বৈশাখী মেলা, রাজগঞ্জ বাজারে মাছের মেলা সহ নানা আয়োজনের মধ্যে বাঙালীর প্রতিনিধিত্বশীল সংস্কৃতি হিসেবে দিনটি উদযাপিত হবে।
এসময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়,সাংস্কৃতিক সংগঠক এডভোকেট শহীদুল হক স্বপন, চলচ্চিত্র মঞ্চের খায়রুল আনাম রায়হানসহ অন্যান্যরা। 
এসময় জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।















সর্বশেষ সংবাদ
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
গাজা থেকে বিচ্ছিন্নরাফাহ শহর
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক হলেন রবিউল্লা রবি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২