মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৩:০৬ এএম |



বিক্ষোভে উত্তাল কুমিল্লা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদেকুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে উঠে কুমিল্লা নগরী।  সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়-পূবালী চত্ত্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ। এ সময় তাঁদের হাতে ‘সেভ ফিলিস্তিন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত-ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এদিন সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বর এলাকায় জড়ো হতে থাকেন কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ। এসময় বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, অজিতগুহ মহাবিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ইবনেতাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা যোগদান করেন।
বিক্ষোভে উত্তাল কুমিল্লা  সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশের কারণে একজন্য পূবালী চত্ত্ব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকজনদের পানি ও শরবতের ব্যবস্থা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়াও একই দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম কুমিল্লার নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘গাজায় নির্মম গণহত্যার পরআজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি। আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’
সমাবেশে যোগ দেওয়া জাহাঙ্গীর আলম জাবির নামে এক ব্যক্তি বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে।আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। সেই সাথে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেয়, সেই দাবিও জানাচ্ছি।’

কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ:
বিক্ষোভে উত্তাল কুমিল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় কুমিল্লার নগরীর প্রাণকেন্দ্র টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু.মোছলেহ উদ্দিন,নায়াবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
নগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবুর রহমান এর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন,মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.,কামারুজ্জামান সোহেল,মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভপতি হাসান আহম্মেদ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহীপ্রমুখ।
সমাবেশ শেষে নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন। 
এসময় বিক্ষোভ মিছিলে আরো অংশ গ্রহন করেন,
মহানগর জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, লুৎফুর রহমান খান মাসুম,অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এই পরিস্থিতিতে জাতিসংঘ, আইসি এবং আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক।
ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান। এ ছাড়া গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।


















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লায় পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কেএফসি-তে ভাংচুর
বিক্ষোভে উত্তাল কুমিল্লা
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক হলেন রবিউল্লা রবি
মহেশ চেরিটেবল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২