শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় কেএফসি ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেফতার
পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা
তানভীর দিপু।।
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৮ পিএম |

কুমিল্লায় কেএফসি ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেফতারইসরায়েলি পণ্য বলে অভিযোগ এনে কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এপর্যন্ত ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক। অন্যান্যদের গ্রেফতার ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর রানের বাজারে কেএফসি ভাঙচুরের পর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসি ক্যামেরা ফুটেজ ও স্থানীয় বিভিন্ন সূত্রের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। 
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজন হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকার তোফায়েল আহমেদের ছেলে শাফায়াত (২৭), নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল ইসলামের ছেলে মো: জিহাদ (২১) এবং শাসনগাছা এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক আসলাম (২১)।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আরো জানান, গতকাল সন্ধ্যায় কেএফসি রেষ্টুরেন্টে অতর্কিত ভাংচুরের ঘটনার পর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে। মঙ্গলবার দুপুরে কেএফসি ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ উপরিদর্শক বীরঙ্গচন্দ্র মন্ডল বিশেষ ক্ষমতায়নে একটি মামলা দায়ের করেন। এরই মধ্যে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ভাঙচুরের বিষয় বরদাস্ত করা হবে না, যারাই এসব কাজে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে












সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২