কুমিল্লার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী, প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, শিক্ষক, অভিভাবক ও পরলোকগত মুরব্বিদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী মিজানুর রহমান জাফরী, দেওড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্কাউটস এর আঞ্চলিক পরিচালক মোঃ আক্তারুজ্জামান, বিসিআইসির সাবেক কর্মকর্তা ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আহমেদ। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী।