রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে
চান্দিনা মুক্তিযোদ্ধা সংসদ একাদশ কে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়
চান্দিনা প্রভাতী একাদশ। নির্ধারিত ৮০ মিনিটের খেলায় ২-২ গোলে সময়তা থাকে।
ফাইনাল খেলায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন প্রভাতী একাদশের গোলরক্ষক
কাবিজুর রহমান।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ
কলেজ মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন লিবারেল ডেমোক্রেটিক
পার্টি এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান
আহমেদ। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি ও নর্থ সাউথ
ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ববি হাজ্জাজ।
রেদোয়ান আহমেদ
ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রেজোয়ানা আহমেদ
এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ
পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন।
এসময় অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন- রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
প্রধান সমন্বয়ক মমতাজ আহমেদ, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া,
টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, পরিচালনা
কমিটির উপদেষ্টা জুয়েল ভূইয়া, জামান আফরোজ মানিক, আবদুল বারেক, মজিবুর
রহমান, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, জামশেদ আহমেদ
জাকি, মনিরুল ইসলাম মাস্টার, মো. সেলিমুজ্জামান, হারুনুর রশিদ সরকার,
সাজ্জাত হোসেন প্রমুখ।