শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
পাকিস্তানকে বড় ব্যবধানে উড়িয়ে দিলো বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:৫৭ এএম আপডেট: ০৯.০৪.২০২৫ ২:২০ এএম |


 

 পাকিস্তানকে বড় ব্যবধানে উড়িয়ে দিলো বাংলাদেশ

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের পর এবার তারা পাকিস্তানের নারী ‘এ’ দলকেও হারিয়েছে। ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। আগে ব্যাট করা বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয়েছিল। জবাবে মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেছে পাক মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজানা হক রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত ৪৬ রানে অপরাজিত ছিলেন জান্নাতুল ফেরদৌস। পাকিস্তানের মেয়েদের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন উম্মে-ই-হানি ও ওয়াহিদা আক্তার।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান নারী ‘এ’ দল শুরুতেই হোঁচট খায়। দলীয় মাত্র ৭ রানেই আউট হয়েছেন দুই ওপেনার আয়েশা জাফর এবং সাদাফ শামস। মাঝে কিছুক্ষণ লড়াই চালিয়েছেন দুয়া মজিদ। দুয়া ৫৮ বলে করেছেন ৩২ রান। এ ছাড়া ২৪ বলে ১৫ রান করেন ইয়ামিন ফাতিমা। অপরাজিত ২৬ রান করে কেবল ব্যবধানই কমিয়েছেন উম্মে-ই-হানি। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে বাংলাদেশ জয় তুলে নেয় ১৬৭ রানের বিশাল ব্যবধানে।
একদিকে প্রস্তুতি ম্যাচ, তার ওপর পাকিস্তান বিপর্যয়ে পড়ায় বাংলাদেশ প্রায় সকল বোলিং অপশনই ব্যবহার করেছে। বোলিংয়ে হাত ঘুরিয়েছেন ৯ জন। এর মধ্যে ফাতিমা খাতুন, রাবেয়া খান এবং মারুফা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া ফারিহা তৃষ্ণা ও জান্নাতুল ফেরদৌস নেন ১টি করে উইকেট।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটিশ নারী দলকে পাঁচ উইকেটে হারায় জ্যোতির দল। পরবর্তীতে বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিলের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখ স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ তারিখ পাকিস্তানের বিপক্ষে নামবে জ্যোতি-নাহিদারা।















সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২