নিজস্ব
প্রতিবেদক: তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে প্রদানের আহ্বান জানিয়েছেন
বিএনপির ২১নং ওয়ার্ডের সভাপতি কাজী মাহবুবুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল)
শাকতলা প্রাথমিক বিদ্যালয়ে সদ্য ভোটার হওয়া তরুণদের ধারেধারে যান ২১নং
ওয়ার্ডের সাবেক তিনবারের এ কাউন্সিলর। ছবি তোলার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি
নবীন নারী-পুরুষ ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। সবার মাঝে পানি বিতরণ
করেন।
এ সময় বিএনপির ২১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোয়েব আহাম্মেদ
জুয়েল, কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও
ট্যাগ অফিসার প্রকৌশলী কাজী মাকসুদুর রহমান, ওয়ার্ড সচিব মোঃ কাউছারসহ
স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর
রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও সাবেক
প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা
করেন। তিনি বলেন, আজকে যারা ভোটার হয়েছো, ফ্যাসিস্ট বিদায়ে রাজপথে তোমরা
সামনে ছিলে।
তোমাদের জীবনে প্রথম ভোট ধানের শীষ দেওয়ার আহ্বান করছি। গত
১৫ বছর জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে উৎসাহ
উদ্দীপনার সঙ্গে মানুষ ধানের শীষ ভোট দিবে।