শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
এনআইডি সার্ভারে মৃতের তালিকায় জীবিত কুমিল্লার ১৮ জন
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:১৭ এএম আপডেট: ০৯.০৪.২০২৫ ২:২৪ এএম |




 এনআইডি সার্ভারে  মৃতের তালিকায়  জীবিত কুমিল্লার ১৮ জননিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারে মৃতের তালিকায় জীবিত ১৬৯ জন ব্যক্তির নাম পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলের ১৮ জন রয়েছেন বলে জানা গেছে। ফলে ওইসব ব্যক্তির এনআইডি আর কার্যকর না থাকায় তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) ইসির এনআইডি শাখার ভোটার তথ্য সংক্রান্ত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মৃত স্ট্যাটাসে জীবিত ব্যক্তিদের মধ্যে বরিশাল অঞ্চলে (ইসির প্রশাসনিক অঞ্চল) রয়েছেন ৮ জন ভোটার, চট্টগ্রাম অঞ্চলে ৪৫ জন, কুমিল্লায় ১৮ জন, ঢাকা অঞ্চলে রয়েছেন ১৪ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ৩ জন, রাজশাহীতে ৪ জন, রংপুর অঞ্চলে ৬ জন ও সিলেট অঞ্চলে রয়েছেন ৩৬ জন।
এনআইডির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন স্ট্যাটাস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আর ঢাকায় প্রয়োজন নেই। এক্ষেত্রে মৃত স্ট্যাটাসের থাকা ব্যক্তিরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ জমা দিলেই তা সমাধান হয়ে যাবে। তবে ইসির নিজ উদ্যোগে এমন স্ট্যাটাস পরিবর্তন করার কোন সুযোগ নেই। এজন্য সশরীরে ভুক্তভোগীকে স্থানীয় নির্বাচন অফিসে যেতে হবে। কারণ নিজেকে জীবিত দাবি করা ওই ব্যক্তি আসলেই জীবিত কিনা তা প্রমাণ করতে হবে। এক্ষেত্রে ইসির সার্ভারে রক্ষিত তার আগে দেওয়া আঙুলের ছাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ মিলতে হবে।
নির্বাচন কমিশনের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে নতুন ওই তালিকায় আরও ৬০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা সাংবিধানিক এই সংস্থাটি।














সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২