ফিলিস্তিনে বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা শাখার আয়োজনে কুমিল্লা টাউনহল গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলী বাহিনী গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ বছরের পর বছর বিদ্যমান রাখা হয়েছে। এটা সাম্রাজ্যবাদীদের মদদে ফিলিস্তিনের সাধারণ জনগনের উপর এ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমরা দেখছি বোমা বর্ষণে পাখির মত উড়ে মানুষ মরছে। মানবতার আর কিছুই রইল না। অসভ্য ও বর্বোরিত এই হামলায় বিশ^বাসীর পাশাপাশি আমরাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড পরেশ কর, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ দেব, সম্পাদক মন্ডলীর সদস্য সুধাংশু কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ, জেলা কমিটির সদস্য আনিসুর রহমান, নারী নেত্রী মনিশা চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ প্রমুখ।