অভিনব
কায়দায় খাসির পেটে পাইপ ঢুকিয়ে পানি ভরে ওজন বাড়িয়ে বিক্রির দায়ে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নয় ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ
আদালত। মঙ্গলবার দুপুরে মিরশ্বানী পশুর হাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করা হয় বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল
হোসেন।
এর মধ্যে চারজনকে এক মাস এবং বাকি পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৬৮টি খাসি জব্দ করা হয়।
ইউএনও
জামাল হোসেন জানান, তিনি মাসখানেক আগে চৌদ্দগ্রামে এসেছেন। জানতে পারেন,
ওজন বাড়ানো এবং দেখতে যেন মোটাতাজা লাগে এজন্য অসাধু ব্যবসায়ীরা খাসির মুখে
পাইপ ঢুকিয়ে পেটে পানি দেন।
মঙ্গলবার সকালে ইউএনও মিরশ্বানী বাজারে
ক্রেতা সেজে হাজির হন। সেখানে খাসির গলায় পাইপ দিয়ে জোর করে পেটে পানি
ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিল। জোর করে পেটে পানি ঢোকানোর সময় একটি খাসি মারা
যাওয়ার ঘটনাও ঘটে।
ইউএনও বলেন, জব্দ করা ৬৭টি খাসির স্বাস্থ্য ঝুঁকি
থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় পেয়ার আহম্মেদের
ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে। তিনি খাসিগুলোর স্বাস্থ্যসেবা এবং পালন নিশ্চিত
করবেন।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”