শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্যাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১০.০৪.২০২৫ ১:৫৯ এএম |

  ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্যাপন
৭ এপ্রিল বিশ^ স্বাস্থ্য দিবস। বিশ^ব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে দেশব্যাপী ২০২৫ সালে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত”।
তারই ধারাবাহিকতায় অদ্য ০৯ এপ্রিল ২০২৫ কুমিল্লায় প্রতিষ্ঠিত ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বেলা ১২ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালী কাবিলাস্থ কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম সহ কলেজ প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা যথাক্রমে- ড. শাহ্ মোঃ সেলিম, অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, অন্যতম উদ্যোক্তা অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, অধ্যাপক ডাঃ আরিফুল হক, অধ্যাপক ডাঃ শামীমা আক্তার রেখা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, দেশি-বিদেশি শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সমেত বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন। 
র‌্যালী পরবর্তী কলেজ একাডেমিক ভবনের ১নং গ্যালারীতে বিশ^ স্বাস্থ্য দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম, অধ্যাপক ডাঃ আরিফুল হক, ডাঃ আইরিন সেলিম প্রমুখ।  
উল্লেখ্য, ১৯৪৬ সালের ফেব্রুয়ারীতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সম্মেলনে সিদ্ধান্ত নিয়ে একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহিত হয় যা ১৯৪৮ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বৎসর ৭ এপ্রিলকে বিশ^ স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করে সকল স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এই দিবসটি পালিত হয়ে আসছে।



















সর্বশেষ সংবাদ
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুরির অপবাদ সইতে না পেরে শরীরে আগুন দেওয়া সেই অটো চালকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২