শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
লিঙ্গবৈষম্য, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা নিরসনে প্রান্তিক নারীদের সঙ্গে ইউএনও'র উঠান বৈঠক
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:০৯ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিঙ্গবৈষম্য, বাল্যবিবাহ, ইভটিজিং,  সন্ত্রাসবাদ ও মাদকের ভয়াবহতা নিরসনে প্রান্তিক নারীদের সঙ্গে উঠান বৈঠক করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদা জাহান। গত ১০ এপ্রিল  বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে তথ্য কেন্দ্রের উদ্যোগে সামাজিক  ব্যাধি নিরসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সূচনা বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
বৈঠকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সচেতন নারী পুরুষের সমন্বয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য পুরুষদের পাশাপাশি প্রান্তিক নারীদেরকেও সচেতন করে তুলতে হবে। সামাজিক অবক্ষয় প্রতিরোধে নারীদের ভূমিকাও কোনো অংশে কম নয়। সমাজে নারীরা সচেতন হলে সামাজিক বিভিন্ন ব্যাধির অবসান হবে।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সরকারি সেবা সম্পর্কে জানা থাকলে নারীরা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি পরিবার ও সমাজেও এর প্রভাব পড়বে। এতে সামাজিক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া তিনি বৈঠকে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন সরকারি সেবা, নারীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও তথ্য অধিকার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আনিসুর রহমান, শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা কো অর্ডিনেটর (গ্রাম আদালত), তথ্যসেবা সহকারী মোসা. হালিমা আক্তার ও জান্নাতুল মারিয়া এবং তথ্য কেন্দ্রের অফিস সহায়ক হাবিবুর রহমান।

 












সর্বশেষ সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২