নিজস্ব
প্রতিবেদক: রাজনৈতিক পটপরিবর্তনের পর আলোচনায় আসে বাংলাদেশ পুলিশের পোশাক
পরিবর্তনের বিষয়টি। সমালোচনা হতে থাকে পুলিশের লোগোতে পাল তোলা নৌকার ছবির।
এরই
মধ্যে পুলিশের নতুন পোশাকের ছবি প্রকাশ করা হয়েছে। এবার পুলিশ সদর দপ্তরের
এক চিঠির মাধ্যমে জানা গেল, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনীর লোগো
পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত
ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, শিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ
জারি করা হবে।
জানা গেছে, পুলিশের নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে
স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার
ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে ‘পুলিশ’।
লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়,
বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের
পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে এটি
কর্তৃপক্ষ অনুমোদন করেছে এবং এখন আদেশ জারির অপেক্ষায় রয়েছে।
এর আগে,
পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি
করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন আনা হয়, যা এখনো আছে। এই
লোগোতে রয়েছে পাল তোলা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে
একটি শাপলা। আর নৌকার নিচে বাংলায় লেখা আছে পুলিশ।