প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশীয় তৈরি
অস্ত্রসহ সালা উদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমন লালমাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সামছুল হক
চেয়ারম্যানের ছেলে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে
উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক
করে। আটকের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি
এয়ারগান বুলেট, ৫টি দেশীয় তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল
(বৈধ কাগজপত্রবিহীন) জব্দ করা হয়েছে।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত
কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুর রহমান বলেন- লালমাই আর্মি ক্যাম্প, লালমাই
থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে শনিবার গভীর রাতে
অবৈধ এয়ারগান ও দেশীয় তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন নামের একজনকে আটক করা
হয়েছে। আটককৃত ব্যক্তি এয়ারগান দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষকে ভয় দেখাতো বলে
অভিযোগ পাওয়া গেছে। তার এয়ারগানের ভয়ে পিছনে যেতে গিয়ে একজন ব্যক্তির দুই
পা ভেঙ্গেছে বলেও অভিযোগ রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো: শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারকৃত সালা উদ্দিন
সুমনের হেফাজত থেকে একটি অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয়
দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।