বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় বর্নিল পহেলা বৈশাখ
কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৪৬ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৫:৫৫ পিএম |

কুমিল্লায় বর্নিল পহেলা বৈশাখ

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। 

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রায় পোস্টার, ফেস্টুন, ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মীরা।

কুমিল্লায় বর্নিল পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্নিল সাজে সাজানো হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ  শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, বাঘ, ঘোড়াসহ গ্রামবাংলার বিভিন্ন ঐতুমিহ্যের প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও কুমিল্লা কলেজ থিয়েটার, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা মডার্ন স্কুলের শিক্ষার্থীরা সেজেছে ভিন্নরকম সাজে। কেউ রাজা-রাণী, কেউবা বাংলার শেষ নবাবের সাজে, কেউ সাপুড়ে, কেউবা সন্যাসীর সাজে। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছে সংগঠনগুলোর কর্মীরা।
কুমিল্লায় বর্নিল পহেলা বৈশাখ
এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক মো. আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। 
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই।
কুমিল্লায় বর্নিল পহেলা বৈশাখ

 এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ - আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়। তাই আমরা সকলে মিলে আজ বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছি। 
এদিকে, ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে কুমিল্লার সাধারণ মানুষের ঢল নামে।

এছাড়াও, নববর্ষকে ঘিরে কুমিল্লা নগরীতে দিনব্যাপী নানা আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। এই দিনটিকে ঘিরে যেন কুমিল্লা নগরীতে যেন এক অন্যরকম উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।












সর্বশেষ সংবাদ
বর্ষবরণে বর্ণিল আয়োজন
কলকাতায় ‘সেরা বাঙালি সম্মাননা’ পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি রাইফেল, শটগান উদ্ধার
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ
লালমাইয়ে ছিলোনিয়া দিঘি থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার
তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর গ্রেপ্তার
‘মনে হচ্ছে, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে’
নববর্ষে কুমিল্লার রাজগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২