নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার লাকসাম জংশন এলাকায় জায়গা দখল সংক্রান্ত বিষয়ে
লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মজির
আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। জেলা
বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকু রহমান মাহমুদ ওয়াসিম স্বাক্ষরিত ওই
নোটিশে মজির আহমেদকে আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত
উপস্থাপনসহ সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ
করা হয়, ‘আপনাকে (মজির আহমেদ) জানাচ্ছি যে, লাকসাম জংশন এলাকায় জায়গা দখল
সংক্রান্ত বিষয়ের সাথে আপনাকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক
পত্রিকায় সংবাদ পরিবেশিত হওয়ার প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য
উপাত্তসহ আপনার সংশ্লিষ্টতার বিষয়ে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব বরাবর সুস্পষ্ট ব্যাখ্যা
প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ
বিধায় সঠিক সময়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে দলের
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কারণ দর্শানোর
নোটিশটি অবগতির জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারমম্যান বরকত উল্যা ভুলু,
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক
সম্পাদক মোস্তাক মিয়ার কাছেও প্রেরণ করা হয়েছে।