কুমিল্লা সদরে যৌথবাহিনীর অভিযানে এক ব্যক্তির বাড়ি থেকে বিদেশি রাইফেল, শটগানসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার
ভোর সাড়ে ৩টার দিকে সদরের আড়াইওরা এলাকায় সেনাবাহিনী ও র্যাবের এই অভিযান
চালানো হয় বলে জানান র্যাব-১১ সিপিসি টু কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট
কমান্ডার মাহমুদুল হাসান।
অভিযান চালানো বাড়িটি আড়াইওরা এলাকার ওমর ফারুক মুন্নার। তবে তাকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে একটি স্লোভাকিয়ায় তৈরি রাইফেল ও একটি বিদেশি শটগান, ম্যাগজিন ও একটি ধারালো ছুরি।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, “উদ্ধার সব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।”