
নিজস্ব প্রতিবেদক: সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে বর্নিল পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হয়। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রায় পোস্টার, ফেস্টুন, ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মীরা।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্নিল সাজে সাজানো হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হয়। ঘুড়ি, দোয়েল, ইলিশ, হাতি, বাঘ, ঘোড়াসহ গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা অংশ নেয় কুমিল্লার আপামর মানুষ। দিনটিতে সবার পোশাকে লাগে উৎসবের রং। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও কুমিল্লা কলেজ থিয়েটার, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মডার্ন স্কুলের শিক্ষার্থীরা সেজেছে ভিন্নরকম সাজে। কেউ রাজা-রাণী, কেউবা বাংলার শেষ নবাবের সাজে, কেউ সাপুড়ে, কেউবা সন্যাসীর সাজে। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছে সংগঠনগুলোর কর্মীরা।

এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক মো. আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, এবি পার্টির আহ্বায়ক গোলাম মু. সামদানী সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ - আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়। তাই আমরা সকলে মিলে আজ বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছি।
এদিকে, ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় র্যালিতে কুমিল্লার সাধারণ মানুষের ঢল নামে।
বিএনপির শোভাাযাত্রা: এদিকে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে পৃথম বৈশাখী শোভাযাত্রা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। শোভাযাত্রায় অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রিয় সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপাতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী বকুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব শফিউল আলম রায়হানসহ অন্যান্যরা।
শোভাযাত্রায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন।
শহীদ মুগ্ধ এর স্মরণে এনএসপি’র পানি বিতরণ: নববর্ষ উপলক্ষ্যে কুমিল্লায় তৃষ্ণার্ত মানুষকে পানি বিতরন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কুমিল্লা মহানগর শাখা। কুমিল্লা নগরীর সিটি পার্কে শহীদ মুগ্ধ গ্যালারিতে ১০ হাজার মানুষের মাঝে বোতলজাত পানি বিতরন করা হয়।
বৈশাখের কাঠফাটা রোদ উপেক্ষা করেই বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুমিল্লায় ৮টা থেকে শোভাযাত্রাসহ নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সার্বজনীন উৎসবে মাতে নগরবাসী। রোদে ক্লান্তি দূর করতে নগর উদ্যানের জামতলায় ক্লান্ত তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের বৈশাখ অবগাহন: নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা সাংস্কৃতি জোট ভৈশাখ অবগাহন শিরোনামে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করে। র্যালিতে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বিএমএ’র সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীসহ বিশিষ্ট জনেরা। র্যালিটি নগর উদ্যানের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষে কুমিল্লা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সচেতন রাজনৈতিক সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠান: পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নববর্ষের দিন দুপুর থেকে সন্ধ্যাব্যাপি আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের আহ্বায়ক ড. শাহ মো সেলিম, সমন্বয়ক শেখ আবদুল মান্নান, সদস্য সচিব অধ্যক্ষ বিধান চন্দ, যুগ্ম আহ্বায়ক বশিরুল আনোয়ার, উদীচী শিল্পগোষ্ঠী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, এনসিপির কেন্দ্রিয় কমিটির মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও, নববর্ষকে ঘিরে কুমিল্লা নগরীতে দিনব্যাপী নানা আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। এই দিনটিকে ঘিরে যেন কুমিল্লা নগরীতে যেন এক অন্যরকম উৎসবের আমেজ বয়ে যায়। জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
জেলা জাদুঘর ও প্রত্নতত্ত্বের দর্শনীয় স্থানসমূহ উন্মুক্ত রাখা এবং শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণ করা হয়।