শনিবার ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:২০ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। দুই জনই কৃষিকাজ ও মাছ ধরার কাজ করতেন। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি সেচ এর কাজ করছিলেন। দুপুরের দিকে মটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ করে দু’জনই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করেন। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত আবুল খায়ের ছিলেন তিন সন্তানের জনক এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। অপরদিকে জাকারিয়া মাত্র কয়েক মাস আগে স্থানীয় একটি কলেজ থেকে ডিপ্লোমা শেষ করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












সর্বশেষ সংবাদ
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২