আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালটা বুধবার সকালের মতো সূর্যের আলো দিয়ে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হতে শুরু করে। বেলা পৌনে ১২টা নাগাদ রাজধানীর আকাশ হয়ে যায় সন্ধ্যার আকাশের মতো। সেই সঙ্গে বইতে শুরু করে ঝড়ো হাওয়া। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। আগামী কয়েকদিন এই রকমই আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে অধিদফতর।
গত কয়েক সপ্তাহের তাপপ্রবাহের পর বুধবার এবং আজ বৃহস্পতিবারের বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য স্বস্তি নিয়ে এলো। তাপমাত্রাও অনেকখানি কমে এসেছে।
রাজধানীর হাতিরঝিল, গুলশান, বনানী, কাকলীতে ইতোমধ্যে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। অন্য এলাকার কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও এখনও শুধু ঝড়ো বাতাস বইছে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, আগামীকাল শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবারও বৃষ্টি হতে পারে। সেদিনের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।