সোমবার ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২
বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:১২ এএম |


বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ

টানা চার জয়ে মেয়েদের ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তারা আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল ফাতিমা সানার নেতৃত্বাধীন দলটি। আর বাকি একটি স্পট। সেই জায়গাটি পূরণে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। তবে তাদের সামনে কিছু সমীকরণ রয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ থাই মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। তাদের পক্ষে সিদরা আমিন সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক ফাতিমা ৬২ রান করেন। সেই লক্ষ্য তাড়ায় ১১৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে থাইল্যান্ড। তাদের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে নানাপাত কোঞ্চারোয়েনকাইয়ের ব্যাটে। বিপরীতে পাকিস্তানের ফাতিমা, নাশরা সিন্ধু ও রামিন শামিম ৩টি করে উইকেট শিকার করেন।
এর আগে দিনের অপর ম্যাচে বাংলাদেশের সামনেও আজকের ম্যাচ জিতলে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে তারা সেই সুযোগ হারিয়েছে। যদিও পুরো ভেস্তে যায়নি নিগার সুলতানা জ্যোতির দলের সেই আশা। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। 
প্রতিটি দলের আর বাকি একটি করে ম্যাচ। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের ধার ধারতে হবে না। ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবেই তারা বিশ্বকাপে উঠে যাবে। কিন্তু তাতে না জিতলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। সেক্ষেত্রে বিশ্বকাপে উঠতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেছে। 
স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলের পাশেই চার ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রানরেটেও পিছিয়ে তারা। সে হিসেবে নিজেদের ম্যাচে হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের। তবে নিজেদের হারের ব্যবধানটা কম রাখতে হবে। অন্যদিকে, প্রত্যাশায় থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড যেন তাদের ম্যাচে কম ব্যবধানে জিতে। পাকিস্তানের কাছে বাংলাদেশ কম ব্যবধানে হারলেও তাদের নেটরান রেট ধনাত্মকই (+) থাকবে। এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট +১.০৩৩। 
অন্যদিকে, স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর যদি খুব বড় ব্যবধানে না জেতে, তাহলেও হয়তো নেট রানরেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটিশরা (+০.১৩৬)। স্কটল্যান্ড–আয়ারল্যান্ড ম্যাচটি আগামীকাল। এ ছাড়া থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শনিবারের সেই ম্যাচে তারা অনেক বড় ব্যবধানে জিতলে বিশ্বকাপ নিশ্চিত করতে পারে। কিন্তু নেট রানরেটে তারা এই মুহূর্তে সবচেয়ে পিছিয়ে (–০.২৮৩)।












সর্বশেষ সংবাদ
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে
নাঙ্গলকোটের পৌর সাবেক মেয়র আব্দুল মালেককে দুদকে কার্যালয়ে তলব
চৌদ্দগ্রামে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি ও ১ জন বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত কুমিল্লানগরবাসী
একই রশিতে ঝুলছিলো প্রবাসীর স্ত্রী ও শিশু ছেলের লাশ
আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা ছিলেন ইবলিশ: হাজী ইয়াছিন
কুমিল্লায় কিশোর গ্যাং চক্রের আস্তানা গুঁড়িয়ে দিলো যৌথবাহিনী আটক ৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২