বশিরুল ইসলাম:
আগামীকাল
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)
প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। গতকাল জেএসডি’র কুমিল্লা জেলা আহ্বায়ক ওবায়দুল
কবির মোহন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাতীয় সমাজতান্ত্রিক দল সারাদেশে সবকটি বিভাগের
বিভাগীয় প্রতিনিধি সভার অংশ হিসেবে আগামীকাল ১৯ এপ্রিল শনিবার সকাল ১১টায়
কুমিল্লা টাউন হলে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি সভা
আয়োজন করেছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়
সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র
সহ-সভাপতি তানিয়া রবসহ বিভাগীয় নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সকলে উপস্থিত
থেকে অনুষ্ঠান সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।