কুমিল্লায়
নজরুলের বৈশাখ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার
(১৭ এপ্রিল) কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এ
আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের নির্বাহী
পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী। আলোচক ছিলেন প্রফেসর ড. আনোয়ারুল হক,
স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ ফখরুল আলম, সভাপতিত্ব করেন
ইনস্টিটিউটের পরিচালক কে, এম, আল-আমীন।
বক্তব্যে প্রফেসর ড. আনোয়ারুল
হক বলেন, কবি কাজী নজরুল ইসলাম মানবতায় জয় গান করেছেন। পৃথিবীতে এমন কোন
কবি নেই, যিনি সকল মানুষকে সাম্যের চোখে দেখেছেন। তিনি ছিলেন দ্রোহের কবি।
তিনি প্রেমের কবি ছিলেন, তবে এ প্রেম জাগতিক প্রেম নয়। বিশ্ব মানবতার
প্রেম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ
লতিফুল ইসলাম শিবলী বলেন, কুমিল্লা জাতীয় কবিকে যা দিয়েছে, বিশ্বের অন্য
দেশ হলে এ কুমিল্লাকে স্বর্ণ দিয়ে বাধিয়ে রাখতো। মুরাদনগরের বীভৎস অবস্থা
দেখে আহত হয়েছি। মর্মাহত হয়েছি। কোন স্মৃতিচিহৃ নেই। তবে কুমিল্লা
কেন্দ্রের অবকাঠামো ও আপনাদের আন্তরিকতা খুব মুদ্ধ করেছে। বিশেষ করে
শিশু-কিশোরদের উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনা চমৎকার। কারণ কুমিল্লা
শিল্প-সাহিত্যে সব সময় এগিয়ে থাকে।