রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
আজ লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন
আসছেন সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৩৮ এএম |


 আজ লাকসামে  জামায়াতের কর্মী  সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার (১৮ এপ্রিল) লাকসামে আসছেন।
এদিন সকাল ৮টায় লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে দলটি উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময়, প্যান্ডেল-মঞ্চ নির্মাণসহ সকল আয়োজন সম্পন্ন করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
'আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই' এ শ্লোগান ধারণ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ও দলটির কুমিল্লা (দক্ষিণ) জেলার সেক্রেটারী ডক্টর সৈয়দ এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।
এ সময় ডক্টর সৈয়দ এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছেন। যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠা হবে। নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মানুষ শান্তিতে বসবাস করবে। দারিদ্র্য বিমোচন হবে। দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। সেই আলোকে জামায়াতের আগামীরদিনের কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে এ কর্মী সম্মেলনের আয়োজন। অনুষ্ঠিতব্য ওই কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে জামায়াত কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং জামায়াতের লাকসাম উপজেলা সেক্রেটারী মু. জোবায়ের ফ্যামিলির সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াতের লাকসাম পৌরসভা সেক্রেটারী মু.শহীদ উল্লাহ।
মতবিনিময় সভায় বক্তারা জামায়াতের কর্মী সসম্মেলনের সংবাদ পরিবেশনসহ সার্বিক সহযোগিতার আহবান জানান।
কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী জানান, আগামীকালের জামায়াতের এ কর্মী সম্মেলন হবে লাকসামে ইতিহাসে স্মরণকালের কর্মী সম্মেলন। এ সম্মেলনে প্রায় ২৫ হাজার জামায়াত-নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাছুম, বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারী ও কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রার্থী ডক্টর সৈয়দ এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা সহকারী সেক্রেটারী ডা. মো. আবদুল মবিন, মু. মাহফুজুর রহমান ও জামায়াতের কুমিল্লা (দক্ষিণ) জেলা মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন উপস্থিত থাকবেন বলে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জামায়াতের লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী মতবিনিময় সভায় সাংবাদিকদের অবহিত করেন।
প্রসঙ্গত; লাকসামে ২০০০ সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটিই সর্ববৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে বক্তারা মতবিনিময় সভায় উল্লেখ করেন।















সর্বশেষ সংবাদ
ডিসেম্বরের মধ্যেই শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি
ইতিহাসের রাক্ষসী দুঃশাসককে বিতাড়িত করেছে ছাত্র-জনতা - হাজী ইয়াসিন
মুরাদনগরে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী!
কুবিতে ভর্তিযুদ্ধ দুই ইউনিটের উপস্থিতি যথাক্রমে ৬৭-৭৭ শতাংশ
নাঙ্গলকোটে গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২