বৃহস্পতিবারের
এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় মোট ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা
হয়েছে। এছাড়াও দুইজন পরীক্ষা পরিদর্শক কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া
হয়েছে। নকল সরবরাহের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার এসএসসির ইংরেজি এবং দাখিল এর গণিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় মোট ১১ জনকে
বহিষ্কার করা হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষা থেকে অসদুপায় অবলম্বনে দায়ে আরো
১১ জনকে বহিষ্কার করা হয়। মুরাদনগর ও নাঙ্গলকোটে কেন্দ্রের দেয়াল বেয়ে নকল
সরবরাহের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে যেসব
উপজেলা গুলোতে অসদুপায় প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেখানে অতিরিক্ত
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যবেক্ষণের কার্যক্রম হাতে নেয়া
হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ছাদ
বেয়ে নকল সরবরাহের দায়ে ইমরান হোসেন (১৯) নামের এক যুবককে ছয় মাসের
কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার
দিকে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র
থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট রাফিদ খান এ আদেশ দেন।