রোববার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
নকল দিতে এসে দুই যুবকের জেল
কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার; দুই পরিদর্শককে অব্যাহতি
তানভীর দিপু:
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৩৮ এএম |



 কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার;  দুই পরিদর্শককে অব্যাহতি  বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় মোট ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দুইজন পরীক্ষা পরিদর্শক কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল সরবরাহের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
বৃহস্পতিবার এসএসসির ইংরেজি এবং দাখিল এর গণিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়। 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় মোট ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষা থেকে অসদুপায় অবলম্বনে দায়ে আরো ১১ জনকে বহিষ্কার করা হয়। মুরাদনগর ও নাঙ্গলকোটে কেন্দ্রের দেয়াল বেয়ে নকল সরবরাহের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে যেসব উপজেলা গুলোতে অসদুপায় প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেখানে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যবেক্ষণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় ছাদ বেয়ে নকল সরবরাহের দায়ে ইমরান হোসেন (১৯) নামের এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান এ আদেশ দেন। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান বলেন, নকল সরবরাহের সময় ইমরান হোসেনকে হাতে-নাতে ধরা হয়। এছাড়া তাকে আটক করে নিয়ে আসার সময় এসে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। পরে নিয়ম অনুযায়ী পরীক্ষা আইন ১৯৮০ (১১-ক) ধারায় ৬ মাসের মাসের কারাদন্ড দেয়া হয়। পরীক্ষা সুষ্ঠু রাখতে প্রশাসন কঠোর অবস্থানে আছে।
 কুমিল্লায় ২২ পরীক্ষার্থী বহিষ্কার;  দুই পরিদর্শককে অব্যাহতি
অপরদিকে, মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক মিয়া নামের বহিরাগত এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযুক্ত ওই যুবককে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা জরিমানা এবং ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 
জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা জেলায় ১০২ টি কেন্দ্রে ইংরেজি তৃতীয় পত্র বিষয়ে অংশগ্রহণ করেন ৫২ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী। এ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭১৯ জন পরীক্ষার্থী। এছাড়া দাখিল পরীক্ষার গণিত বিষয়ে ৪৩ টি কেন্দ্রে ১৪৫৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। ৩৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।















সর্বশেষ সংবাদ
ডিসেম্বরের মধ্যেই শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি
ইতিহাসের রাক্ষসী দুঃশাসককে বিতাড়িত করেছে ছাত্র-জনতা - হাজী ইয়াসিন
মুরাদনগরে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী!
কুবিতে ভর্তিযুদ্ধ দুই ইউনিটের উপস্থিতি যথাক্রমে ৬৭-৭৭ শতাংশ
নাঙ্গলকোটে গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুঁটি মাছ কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
কুমিল্লার ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
কমিটি করলে ওয়ার্ডের সবাইকে আসামি করে দিতো, আপনাদের নিরাপত্তার জন্যই কমিটি করিনি -হাজী আমিন উর রশিদ ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২