প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:২৩ এএম আপডেট: ১৯.০৪.২০২৫ ১:৪৩ এএম |
গতকাল
কুমিল্লা শহীদ দীরেন্দ্রনাথদত্ত স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি টি
২০ একাডেমি কাপ টুর্নামেন্ট এ কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি বনাম
কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার মধ্যকার খেলায় টাইগার্স ক্রিকেট একাডেমি ৫৬
রানের রড় জয় পায় ।
কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট
করে ১৬৫ রান করে অলআউট হয়। দলের পক্ষে নীলাদ্রি ৩৫(২৬বলে), ওহী ৩১(২১ বলে),
সৌরভ ৩৯(১৯ বলে) করে। কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার এর বোলার আলামীন ও
সুজন ৩ টি করে উইকেট নেন।
জবাবে কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার ১০৯
রান করে অলআউট হয়। অনুপ ২৯(২৫ বলে), ইমতিয়াজ ২৪(২৫ বলে)। কুমিল্লা
টাইগার্স ক্রিকেট একাডেমি এর ওমর রাজা ২ উইকেট নেয়। ফলাফল - কুমিল্লা
টাইগার্স ক্রিকেট একাডেমি ৫৬ রানে জয় লাভ করে। নীলাদ্রি শেখর খেলায় ম্যান
অফ দি ম্যাচ হয়।