চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী
সালুকিয়া গ্রামে বিজিবি উপর হামলার ঘটনায় মাদক সম্রাজ্ঞী আলেয়া বেগমসহ ৪৮
জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। শুক্রবার দায়েরকৃত মামলার অপর নামীয়
আসামীরা হলো; আলেয়া বেগমের সহযোগী সালুকিয়া দক্ষিণ পাড়ার মোঃ শুভ, আজাদ,
মোঃ ইউসুফ, রুবেল, আল আমিন, খোকন ও শাকিল। তথ্যটি নিশ্চিত করেছেন থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
বিজিবির আমানগন্ডা
বিওপির নায়েক মোঃ আবু জাফরের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার
দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্ত জনগণের নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অবৈধ
অস্ত্র উদ্ধার, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ পারাপার প্রতিরোধে
আমানগন্ডা বিওপির একটি টিম দক্ষিণ শালুকিয়া গ্রামস্থ সীমান্ত পিলার
নং-২১০৬/৪ হতে বাংলাদেশের অনুমান ২০০ গজ অভ্যন্তরে ডিউটি করছিল। এ সময়
বিজিবি সীমান্তে স্থাপিত বৈদ্যুতিক পিলারের লাইটের পতিত আবছা আলোতে দেখতে
পায়, অজ্ঞাত ৩ ব্যক্তি তাদের মাথায় কোনো বস্তু নিয়া ভারতীয় সীমান্তের দিক
থেকে বাংলাদেশের অভ্যন্তরে দৌঁড়ে আসছে। তখন বিজিবি টর্চ লাইট দ্বারা
অজ্ঞাত ব্যক্তিদের দিকে আলো এবং বাঁশির আওয়াজ দিয়ে তাদেরকে থামতে বলে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে তারা
ধান ক্ষেতে বহনকৃত বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ধান ক্ষেতে তল্লাশি
করে নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে খাকি স্কচটেপ দ্বারা প্যাঁচানো ১৬ কেজি
গাঁজা উদ্ধার করে। বিজিবি তল্লাশী করাকালীন স্থানীয় মাইকে অসৎ উদ্দেশ্যে
একাধিকবার ঘোষণা করে যে, এলাকায় ডাকাত ঢুকেছে। পূর্ব পরিকল্পিতভাবে আলেয়া
বেগমের নেতৃত্বে ৩৫-৪০ জন রাম দা, ছেন দা, ট্যাটা, দা, লাঠিসোটা এবং
মারাত্মক প্রাণঘাতি অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে উপর্যুপরি টর্চ লাইটের
আলো জ¦ালিয়ে বিজিবিকে গালাগালি করাসহ হত্যার হুমকি প্রদর্শন করে। এক
পর্যায়ে তারা বিজিবির উপর আক্রমণ চালিয়ে সরকারী কাজে বাধা প্রদান ও দাঙ্গার
সৃষ্টি করে। মাদক চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়।
পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে বিজিবির আরো দুইটি টিম
গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহত বিজিবি সদস্যরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সরকারি কাজে বাধা ও বিজিবির উপর হামলার
ঘটনায় মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে’।