কুমিল্লায়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল
বারী আবুর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
(১৮ এপ্রিল) বাদ জুমা নগরীর ১৬নং ওয়ার্ড সংরাইশ সাব বাড়ি জামে মসজিদে
নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা
হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।
এ সময়
কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, ১৬ নং ওয়ার্ড বিএনপির
সভাপতি মো: ফরহাদ, সেক্রেটারি প্রফেসর হাবিব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি
ইমতিয়াজ সরকার নিপু, ১৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মীর মো:আজমল হোসেন, ১৮নং
ওয়ার্ড বিএনপি আবদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু সিঙ্গাপুরের একটি হসপিটালে বেশ কয়েকদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন।