তানভীর দিপু:
কুমিল্লার
দেবিদ্বার ও বুড়িচংয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার
সকাল ১১ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ
এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ নামে এক যুবক প্রাণ হারান। এর আগে সকাল ৯
টায় বুড়িচংয়ে অতিরিক্ত মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে
চালক আল আমিন নিহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে
দেবিদ্বার উপজেলার শাকতলার নিজ বাড়ি থেকে খালার বাড়ি বুড়িচংয়ে খালার বাড়ি
যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে রওনা হন আবদুল্লাহ। পথে জাফরগঞ্জ
গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউটের সামনে পৌঁছালে কুমিল্লামুখী ট্রাকের সাথে
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ প্রাণ হারান। আহত হন
তার পেছনে থাকা অপর একজন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকার আব্দুল আউয়াল ভুঁইয়ার ছেলে। তিনি কিছুদিন পরেই বিদেশগামী ছিলেন।
এ
ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন দুর্ঘটনার
পরে আমরা ঘটনাস্থল থেকে লাস্ট উদ্ধার করি, এবং ঘাতক ট্রাকটি আটক করি,
মেডিকেল রিপোর্টের জন্য লাশ হাসপাতালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স এ পাঠানো হয়েছে এবং আমরা ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা করে আইনগত
ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত মালামালবোঝাই
একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক আল আমিন নিহত হয়েছেন। শুক্রবার
(১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত
চালকের নাম মো. আল আমিন (২৭)। তিনি পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই
গ্রামের রোমান মিয়ার ছেলে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
ওসি জানান,
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনবোঝাই ব্যাটারিচালিত
একটি অটোরিকশা বুড়িচং বাজার-সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে চালক
আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে
বুড়িচং হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা
জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা
পড়ে চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে
ঘটনাস্থলেই তিনি মারা যায়।